আগৈলঝাড়ায় ব্রিজ ধ্বসে সড়ক ও নৌ-যোগাযোগ বিচ্ছিন্ন – চরম দুর্ভোগ

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়া-পয়সারহাট সড়কের পাশ্ববর্তী জোবারপাড় নামকস্থানের জনগুরুতপূর্ণ একটি ব্রিজ ধ্বসে খালের মধ্যে পরে সড়ক ও নৌ-যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে হাজার-হাজার জনসাধারনের চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। পয়সারহাট-আগৈলঝাড়া খালের ওপর নির্মিত জনগুরুতপূর্ণ এ ব্রিজটি গত ১৩ মার্চ রাতে ধ্বসে পরায় স্কুল-কলেজের শিক্ষার্থীসহ জনসাধারনের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, গত ১০ বছর পূর্বে বরিশাল জেলা পরিষদের অর্থায়নে প্রায় ১৮ লক্ষ টাকা ব্যয়ে এ ব্রিজটি নির্মাণ করা হয়। ব্রিজটি নির্মানের শুরু থেকে নিন্মমানের নির্মাণ সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগ ওঠলেও ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রভাব বিস্তারের কারনে এলাকাবাসি ওইসময় মুখ খুলতে সাহস পায়নি। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, পয়সারহাট নদী থেকে আগৈলঝাড়া সদর পর্যন্ত একমাত্র নৌ-পথে ব্যবসায়ীরা নৌকা ও ট্রলারযোগে মালামাল পরিবহন করে আসছিলো। গত ১৩ মার্চ রাতে ব্রিজটি ধ্বসে খালের মধ্যে পরার কারনে সকল প্রকার নৌ-যান চলাচল বন্ধ হয়ে যায়। এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খাঁন বলেন, নির্মাণকালীন সময় ঠিকাদারের অনিয়ম তদন্তসহ দ্রুত ব্রিজটি মেরামতের জন্য সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আবেদন করা হয়েছে।