গৌরনদীতে ১৫ দিনব্যাপী কম্পিউটার প্রশিক্ষনের উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষক কর্তৃক ডিজিটাল উপকরন তৈরি এবং মাল্টিমিডিয়া ক্লাশরুম পরিচালনা করার লক্ষ্যে মাধ্যমিক স্তরের শিক্ষকদের ১৫ দিনব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ গতকাল শনিবার সকালে বরিশালের গৌরনদীতে উদ্বোধন করা হয়েছে।

গৌরনদী উপজেলা প্রসাশনের উদ্যোগে পালরদী মডেল স্কুল এন্ড কলেজের হল রুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চেীধুরী। বিশেষ অতিথি ছিলেন পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, পালরদী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর সিকদার। বক্তব্য রাখেন বিসিসি’র সহকারী প্রোগ্রাম অফিসার সৈকত হোসেন, উপজেলা একাডেমীক সুপারভাইজার গৌরাঙ্গ প্রসাদ গাইন প্রমুখ। প্রশিক্ষনে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ১৫ জন শিক্ষক অংশগ্রহণ করেন।