ইসলাম সংখ্যালঘুদের প্রতি কটুক্তি পর্যন্ত করার কোন অধিকার দেয়নি

নিজস্ব সংবাদদাতা ॥ ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ও চরমোনাইর পীরে কামেল মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, ইসলাম সংখ্যালঘুদের প্রতি কটুক্তি পর্যন্ত করার কোন অধিকার দেয়নি। তাদের জানমাল রক্ষা করা আমাদের দায়িত্ব। এটা যারা করছে তার ইসলামের শত্রু।
 
গতকাল শনিবার সকালে সংগঠনের বরিশাল মহানগর কমিটির আয়োজনে সকাল সাড়ে দশটায় নগরীর রয়েল রেস্তোরায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, বরিশালে এখন পর্যন্ত কোন নাস্তিক ব্লগার চিহ্নিত না হলেও দেশের বিভিন্নস্থানে কয়েকজন নাস্তিক ব্লগারকে চিহ্নিত করা হয়েছে। চিহ্নিত ওইসব ব্লগাররা বরিশালে কোন সমাবেশ করতে চাইলে তা প্রতিহত করা হবে বলেও তিনি হুশিয়ারী উচ্চারন করেন। তিনি আল্লাহ ও রাসুল (সাঃ) কে নিয়ে কটুক্তিকারী ব্লগার ও নাস্তিক মুরতাদদেরকে বরিশাল বিভাগে অবাঞ্ছিত ঘোষণা করেন। ওইসব নাস্তিক, ব্ল¬গাররা বরিশালে সমাবেশ করতে আসতে চাইলে তাদের প্রতিহতের ঘোষণা দিয়ে চরমোনাইর পীর সংবাদ সম্মেলনে আরো বলেন, প্রয়োজনে তাদের প্রতিহত করতে লাগাতার হরতাল ও অবরোধ কর্মসূচী দেয়া হবে।