বিরোধী দল সংলাপে বসলে যৌক্তিক দাবি মেনে নেয়া হবে -ওবায়দুল কাদের

নিজস্ব সংবাদদাতা ॥ যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিরোধী দল বিদেশের কাছে নালিশ করে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। তিনি চলমান সহিংতার রাজনীতি থেকে বেরিয়ে আসার জন্য বিরোধী দলের প্রতি আহবান জানিয়ে বলেন, বিদেশী প্রভূদের কাছে না গিয়ে সংলাপে আসুন। আপনাদের যৌক্তিক দাবি মেনে নিয়ে আমাদের দেশের সকল সমস্যার সমাধান আমরা নিজেরাই করবো। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রবিবার বিকেল সাড়ে পাঁচটায় বিরোধী দল সংলাপে বসলে যৌক্তিক দাবি মেনে নেয়া হবে -ওবায়দুল কাদেরবরিশাল নগরীর সোহেল চত্ত্বরে আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী উল্লেখিত কথাগুলো বলেছেন।

মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সিটি মেয়র শওকত হোসেন হিরনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস-এমপি। ওইদিন বিকেলে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের টুঙ্গিপাড়া থেকে আগৈলঝাড়ার-পয়সারহাট সড়ক ও সেতু পরিদর্শন শেষে নগরীতে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বিরোধী দলের উদ্দ্যেশে বলেন, চলমান সহিংস কর্মকান্ড, সংখ্যালঘুদের বাড়ি ঘরে অগ্নিসংযোগ, মন্দিরে ভাংচুর, মসজিদের জায়নামাজে আগুন লাগানো পরিহার করে সংলাপে বসুন। দেশকে ভালোবেসে কোন নির্দিষ্ট বিষয় না দিয়ে-সব বিষয় নিয়ে আলোচনায় বসার জন্য মন্ত্রী বিরোধী দলের প্রতি আহবান করেন। যোগাযোগ মন্ত্রী দক্ষিণাঞ্চলের মানুষের প্রাণের দাবি পদ্মা সেতুর ব্যাপারে বলেন, কাজ শুরু হয়েছে এখন আপনারা যেমন কাজ দেখতে চান, তেমনি আমি স্বপ্ন দেখি পদ্মা সেতুতে দাঁড়িয়ে জোসনার চাঁদ দেখতে। মন্ত্রী বরিশালে দুটি আর্টিকুলার বাস দেওয়াও ঘোষণা করেন।