গৌরনদীতে গুনিজন ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলার কান্ডপাশা মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে গতকাল রবিবার উপজেলার শিক্ষানুরাগী, গুনিজন, মুক্তিযোদ্ধার পোষ্য ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশিষ্ট সমাজ সেবক ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদুল ইসলাম, উপজেলা একাডেমীক সুপারভাইজার গৌরাঙ্গ প্রসাদ গাইন, কান্ডপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ আহম্মেদ হাওলাদার, সমাজ সেবক কাজী সাইফুদ্দিন নসরু, মোখলেসুর রহমান, সোহরাফ হোসেন ফকির প্রমুখ। শেষে তৎকালীন খুলনা বিভাগের শ্রেষ্ট শিক্ষক মনতোষ দাস ও মুক্তিযোদ্ধার ১৫ জন পোষ্যদের সম্মাননা ক্রেষ্ট ও প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, বিশ্ববিদ্যালয়ের দু’শতাধিক মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সিরাজুল ইসলাম, সোহরাফ হোসেন, শাফিয়া হাসেম, মোকলেসুর রহমান শিক্ষা বৃত্তি এবং কান্ডপাশা মাধ্যমিক বালিকা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দু’দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।