প্রতিবন্ধী শিক্ষাথীদের মাঝে শিক্ষা উপকরন ও নগদ অর্থ বিতরন

গৌরনদী অফিস ॥ বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে গতকাল বুধবার সকালে বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন, নগদ অর্থ ও মৃগী রোগীদের মাঝে ঔষধ ও নগদ অর্থ বিতরন করা হয়।
এ উপলক্ষে সংস্থার আগৈলঝাড়াস্থ কার্যালয়ে সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক বদিউল আলম বাবুলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন আগৈলঝাড়া উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মোঃ জসিম সরদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ বদিউজ্জামান, সমাজ সেবক মিজানুর রহমান তালুকদার, সাংবাদিক কে.এম আজাদ রহমান। বক্তব্য রাখেন অফিস সহকারি মিঠু মধূ, প্রতিবন্ধী শিক্ষার্থী পপি আক্তার ফুল, শারমিন আক্তার বনানী, আফরোজা আক্তার, পলাশ সরদার প্রমুখ। শেষে ৪৫ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরন, নগদ অর্থ, মৃগী রোগীদের মাঝে ঔষধ ও নগদ অর্থ বিতরন করা হয়।