গৌরনদীতে এলজিএসপি-২ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা ॥ স্থানীয় সরকার মন্ত্রনালয়ের লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রকল্প (এল জি এস পি-২)’র অধিনে সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে গৌরনদী  উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের সকল চেয়ারম্যান, সদস্য ও সচিবদের ৪ দিন ব্যাপী প্রশিক্ষন কোর্সের শুভ উদ্ধোধন করেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহ আলম খান।

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও কোর্সের পরিচালক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহ আলম খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক ও গৌরনদী ইউ আর টি এর সদস্য সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ কবির হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মোঃ বজলুর রহমান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি খোন্দকার মনিরুজ্জামান, সাবেক সভাপতি মোঃ জামাল উদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোর্সের সমন্বয়কারী ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ কামরুজ্জামান, ইউপি চেয়ারম্যান আকন সিদ্দিকুর রহমান (খাঞ্জাপুর), মোঃ শাহজাহান প্যাদা (বার্থী), কৃঞ্চ কান্ত দে (চাদশী) সৈকত গুহ পিকলু (মাহিলাড়া), আক্তার হোসেন বাবুল (বাটাজোর) গোলাম হাফিজ মৃধা (নলচিড়া) মঞ্জুর হোসেন মিলন (সরিকল)।  এলজিএসপি-২ প্রকল্প বাস্থবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতাসহ পরিকল্পনা গ্রহনের উপর ৪ দিন ব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠিত হবে।