উজিরপুরে সরকারি খালে বাঁধ দিয়ে ছাত্রলীগ নেতাদের মাছ চাষ

বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের বামরাইল ব্রীজ থেকে আগরপুর সরকারী খালের মাঝে জোর পূর্বক বাঁধ দিয়ে মাছ চাষ শুরু করেছে উজিরপুর বামরাইল ইউনিয়ন  ছাত্রলীগের সভাপতি সজীব শরীফ , সহ-সভাপতি সুমন দেওয়ান । অবৈধভাবে  সরকারী খালে বাঁধ দিয়ে মাছ করার কাজে কেউ বাধা দিলে তাদের হয়।
কৃষকদের অভিযোগ ও সংশ্লিস্ট সূত্রে জানা গেছে, বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল বড় ব্রীজ হইতে আগরপুর খালের মাঝে অবৈধভাবে বাধ দিয়ে মাছ চাষ শুরু করেছে উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ সজীব শরীফ, সহ- সভাপতি মোঃ সুমন দেওয়ান। খালের দু পাশে ২০টি ইরি ব্লক রয়েছে। স্থানীয় কৃষক মোঃ মোশারফ হোসেন (৪৮)জানান, সরকারী খালে অবৈধ বাধ দিয়ে মাছ চাষ করায় সেচ সংকটের কারনে ইরিবোরো চাষ ব্যাহত হয়েছে। এ ছাড়া প্রতি বছর তারা খালের পানিতে পাট জাগ (পাট পচানো) দিয়ে আসছিল এ বছর তাদেরকে খালে পাট জাগ দিতে বাধা দেয়া হয়। এলাকার কদম তলী মসজিদের ইমাম মাওলানা মোঃ আশ্রাব আলী জানান, খালে বাধ দেয়ায় কৃষকদের ধান চাষ , পাট পচানো, ও ফসল পরিবহনে সমস্যাসহ আর্থিক ক্ষতি  হচ্ছে। মৎস্যজীবি আঃ মান্নানসহ জানান, তাদের   খালে ভেষাল পেতে মাছ শিকার করতে দেয়া হয় না।  শিংগা গ্রামের মুক্তিযোদ্ধা মোঃ ফরিদ উদ্দিন  অভিযোগ করেন,খালে বাঁধ দেয়ার বিরোধীতা করলে তাদের উপর হামলা করা হয়। মোঃ রফিকুল ইসলাম (৪৫) অভিযোগ করেন , সরকারী খালে বাঁধ দিয়ে অবৈধভাবে ছাত্রলীগ নেতাদের মাছ চাষ বন্ধ করার জন্য  উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার প্রিয় সিন্ধু তালুকদারের কাছে অভিযোগ দেয়া সত্বেও তিনি কোন ব্যাবস্থা নেননি। অভিযোগের ব্যাপারে অভিযুক্ত ছাত্রলীগ নেতাদের কাছে জানতে চাইলে তারা খালে বাঁধ দিয়ে মাছ চাষ করার কথা স্বীকার করেন। তবে পুলিশি হয়রানীর অভিযোগ সত্য নয়।এ ব্যাপারে উজিরপুর উপজেলা কৃষি অফিসার মোঃ আলমগীর বিশ্বাসের কাছে জানতে চাইলে তিনি বলেন , বিষয়টি শুনেছি তবে লিখিত কোন অভিযোগ পাইনি। এ ব্যাপারে উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার প্রিয় সিন্ধু তালুকদারের কাছে জানতে চাইলে তিনি বলেন , খালে বাঁধ দেয়ার বিষয়ে আমি কিছুই জানিনা , কেউ আমার কাছে কোন অভিযোগ করেনি। তবে ঘটনার সত্যতা পাওয়া গেলে এ ব্যাপারে জরুরীভাবে ব্যবস্থা নেয়া হবে।