সভার মধ্যেই সমাধান

সর্বশেষ ওই সংস্থার গৌরনদী এরিয়া ম্যানেজার অমরিয় সরকারের নেতৃত্বে গত ৪ জুলাই স্থানীয় শিক্ষাবিদ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সুধি ও গৌরনদী, কালকিনি উপজেলার সাংবাদিকদের নিয়ে সংস্থার সাহেবরামপুর ইউনিট অফিসে ইস্যু ভিত্তিক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সাহেবরামপুর ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান আসাদুজ্জামান জামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রন করা হয় মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মশিউর রহমানকে। সভায় সকলের বক্তেই একই কথা বেরিয়ে আসে, সাহেবরামপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে একজন এম.বি.বি.এস ডাক্তার চাই। সবার বক্তব্য শেষে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মশিউর রহমান ঘোষনা করেন, আগামি রবিবার (১১ জুলাই) থেকে একজন এম.বি.বি.এস ডাক্তার প্রতিনিয়ত সাহেবরামপুর উপ-স্বাস্থ্য কমপ্লেক্সে বসে ইউনিয়নবাসীকে চিকিৎসা সেবা দিবেন। এমনকি ওই ডাক্তারের সাথে মোবাইল ফোনে ইউনিয়নবাসীর সাথে কথাও বলিয়ে দেয়া হয়। এসময় উপস্থিত ইউনিয়নবাসী আনন্দে আত্মহারা হয়ে পরেন। সভার মধ্যেই সমাধান হওয়ায় উপস্থিত সকলেই প্রধান অতিথিকে অভিনন্দন জানান। আমাদের দেশের প্রত্যেকটি সভার মধ্যে যদি এভাবেই সমাধান হতো, তাহলে আর বাঙ্গালী জাতিকে পিছিয়ে থাকতে হতো না।