জীবন মৃত্যুর সন্ধিক্ষণে মান্নান ভূঁইয়া

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে মান্নান ভূঁইয়া। গুরুতর অসুস্থ্য বিএনপির সাবেক এ মহাসচিবকে সিঙ্গাপুর থেকে এয়ার এম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে আসা হচ্ছে। সন্ধ্যায় তাকে বহনকারী বিমানটি ঢাকায় এসে পৌঁছাবে বলে জানিয়েছে তার পরিবারের সদস্যরা। দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত বিশিষ্ট এ রাজনীতিবিদ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত জানুয়ারি থেকে কয়েক দফায় তিনি ওই হাসপাতালে চিকিৎসা নেন। মান্নান ভূঁইয়াকে সর্বশেষ সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় গত ৩১ মে । সেখানে একাধিকবার তাকে কেমিওথ্যারাপি দেয়া হলেও তার অবস্থার উন্নতি হয়নি। কয়েকদিন ধরে লাইফ সার্পোট দিয়ে তাকে বাঁচিয়ে রাখা হয়েছে। তার অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকরা তাকে দেশে ফিরিয়ে আনতে তার পরিবারের সদস্যদের পরামর্শ দিয়েছেন। মান্নান ভূঁইয়ার সঙ্গে থাকা তার বড় ছেলে জানান, চিকিৎসকরা সকল প্রকার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে দেশে ফিরিয়ে আনার পরামর্শ দিয়েছেন। সে অনুযায়ী সকল ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি। মান্নান ভূঁইয়ার আরোগ্য লাভের জন্যে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা।

মান্নান ভূঁইয়ার ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী কাজী সিরাজ জানান, সন্ধ্যা সাতটা থেকে সাড়ে ৭টার মধ্যে তাকে বহনকারী এয়ার  এম্বুলেন্সটি শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে। সেখান থেকে তাকে সরাসরি রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হবে।