বরিশালে কোরআন অবমাননা করায় ভন্ড ফকিরকে গণধোলাই

নিজস্ব সংবাদদাতা ॥ পবিত্র কোরআন শরীফকে অবমাননা করার অভিযোগে বরিশাল নগরীর কাউনিয়া থানার চরবাড়িয়া এলাকা থেকে বজলু সরদার ওরফে আল-আমিন নামের এক ভন্ড ফকিরকে গ্রেফতার করেছে পুলিশ। সে দীর্ঘদিন যাবত চরবাড়িয়া ইউনিয়নের মুকুন্দপট্টি এলাকায় পসরা সাজিয়ে বিভিন্ন ভন্ডামি করে আসছিলো। সোমবার পবিত্র কোরআন শরীফ মাটিতে রেখে তার ওপরে কাঁদামাটি লেপ্টে মিনারের মতো তৈরীকালে এলাকাবাসী ভন্ড ফকির বজলু সরদারকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

এলাকাবাসী জানায়, ভন্ড ফকির বজলু সরদারের সাথে মুকুন্দপট্টি এলাকার বাসিন্দা ওয়াজেদ আলীর পরিবারের সখ্যতা থাকায় তাদের বাড়িতে অবস্থান করে বিভিন্ন অসুখ-বিসুখ সারানোর নামে সে আস্তানা গড়ে তোলে। এলাকার বাসা-বাড়ি থেকে মহিলাদের নিয়ে নানা ভন্ডামি ও ধর্মীয় আপত্তিকর কর্মকান্ডের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ব্যাপারে কাউনিয়া থানার এসআই কামরুজ্জামান জানান, আটককৃত বজলু সরদার ওরফে আল-আমিনের বাড়ি উজিরপুর উপজেলার শোলক গ্রামে। সে ওই গ্রামের হাছান আলী সরদারের পুত্র। তার কাছ থেকে পবিত্র কোরআন শরীফ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি উল্লেখ করেন।