গৌরনদীর সরিকল ইউনিয়নের চেয়ারম্যান মিলনের হাইকোর্ট থেকে আগাম জামিন লাভ

গৌরনদী অফিস ॥ বরিশাল বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান গৌরনদী উপজেলা বিএনপির সহসভাপতি ও সরিকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুর হোসেন মিলন গত বুধবার হাইকোর্ট থেকে চার মাসের আগাম জামিন লাভ করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, গত ১০ জুন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য মনির উজ্জামান সরদার ১০ বছর পূর্বের একটি ঘটনার কথা উল্লেখ করে বরিশাল আদালতে একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। মামলার আসামি করা হয় ইউপি চেয়ারম্যান মঞ্জুর হোসেন মিলনসহ অন্যান্য ১৩ জন বিএনপির নেতা-কর্মীকে। বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মৃত্যুঞ্জয় মিস্ত্রি মামলাটি এজাহারভুক্ত করার জন্য গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসিকে নির্দেশ দেন। গৌরনদী থানা পুলিশ একাধিকবার চেয়ারম্যান মঞ্জুর হোসেন মিলনকে গ্রেফতারের অভিযান চালিয়ে ব্যর্থ হয়।
গত বুধবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি আফজাল হোসেন আহম্মেদ ও বিচারপতি মোঃ আব্দুল হাফিজের সমন্ময়ে যৌথ বেঞ্চে চেয়ারম্যানসহ মামলার অন্যান্য আসামিরা জামিনের আবেদন করেন। বিচারপতিদ্বয় তাদের চার মাসের আগাম জামিন মঞ্জুর করেন। আসামিদের পক্ষে আইনজিবী ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবি গোলাম মোহাম্মদ চৌধুরী।