উন্নত মুরগীর খামারের পরিবেশ স্বাস্থ্য সন্মত রাখতে হলে যা যা করণীয়

• খামারের চার পাশের উন্নত জাতের মুরগী পালনের জন্য ও খামার করার জন্য উপযুক্ত হতে হবে ।
• খামারে যে সব ঘরে মুরগী রাখা হয় সে সব ঘরে মাছির শুষ্ক মুক্ত রাখতে হয় । পৃষ্ঠা ১৩ পর্যন্ত
• মুরগীর খামার ঘরের অ্যামোনিয়া গ্যাস নিয়ন্ত্রণে রাখতে হবে ।
• মুরগীর থাকার ঘরে মাছি নিয়ন্ত্রন করতে হবে ।
• মুরগীর থাকার ঘরে ইঁদুর, চিকা ইত্যাদির প্রবেশাধিকার সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে হবে ।
• মুরগীর খামারে অবাঞ্চিত জীবজন্তু ও মানুষের ঘন ঘন প্রবেশ নিয়ন্ত্রণে রাখতে হবে ।
• খামারের মুরগিরকে সু-স্বাদু, সহজপাচ্য সুষম খাদ্য পরিমানমত ও সময়মত সরবরাহের ব্যাবস্থা নিশ্চিত করতে হবে ।
• খামারের মুরগিকে যে পানি সরবরাহ করা সে পানি রোগজীবাণু মুক্ত হতে হবে ।
• মুরগীর খাদ্য মালমোনেলা, মাইক্রটেকসিন ও অন্যান্য কীটনাশক (INSECTICIDE) মুক্ত হতে হবে ।
• যেখানে সেখানে মোরগ মুরগী জবেহ করা যাবে না এবং নির্দিষ্ট জায়গায় মোরগ মুরগী জবেহ করার পর তা নিয়ন্ত্রন করতে হবে ।
• মৃত্যু মোরগ মুরগিকে বিজ্ঞানসন্মত উপায়ে বা ধর্মমতে সৎকার করতে হবে আর এ কারণে জনগণকে সচেতন করে তুলতে হবে ।
• মোরগ- মুরগীর পালক নাড়ীভুঁড়ি বিজ্ঞানসন্মত উপায়ে সংগ্রহ করলে বিভিন্ন