দল নিরপেক্ষ কাউকে রাষ্ট্রপতি নির্বাচন করা উচিত- ব্যারিষ্টার রফিক উল হক

তুহিন আহামেদ, গাজীপুর ॥ শুক্রবার সকালে কালিয়াকৈরে আমার দেশ-ওয়ালটন মেধাবৃত্তি ও কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠানের উদ্বোধক আন্তর্জাতিক আইনজীবি সাবেক এ্যাটর্নী জেনারেল ব্যারিষ্টার রফিক উল হক তার বক্তব্যে বলেন,নিজের স্বার্থ জলাঞ্জলি দিয়ে দেশের স্বার্থে যিনি কাজ করবেন তিনি রাষ্ট্রপতি হবেন। আজ দলীয় বিবেচনায় রাষ্ট্রপতি নির্বাচন করা হলে আগামীতে সে দল যদি ক্ষমতায় না আসে তাহলে রাষ্ট্রের অবস্থা ভাল হবেনা। এ সরকারের মেয়াদ আছে আর মাত্র ৭-৮ মাস। কিন্তু রাস্ট্রপতি নির্বাচিত হবেন ৫ বছরের জন্য পরবর্তীতে কে ক্ষমতায় আসবে তার গ্যারান্টি নেই। তাই তিনি দেশের ১৬ কোটি মানুষের মধ্য থেকে দল নিরপেক্ষ যে কোন মানুষকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তাব করেন তিনি। উদ্বোধনী বক্তব্যে ব্যারিষ্টার রফিক উল হক শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন,ছাত্রদের জাতীয় রাজনীতিতে আসা উচিত নয়,লেখা পড়া শেষ করে পরে রাষ্ট্রীয় চিন্তা করার জন্য আহবান জানান তিনি। বাংলাদেশ এ্যাডভেন্টিস্ট সেমিনারী এ্যান্ড কলেজ মিলনায়তনে প্রগতিশীল ফোরাম আয়োজিত আমার দেশ-ওয়ালটন মেধাবৃত্তি ও কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠানে ডা. কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য ও ভুমি মন্ত্রনালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ,ক,ম মোজাম্মেল হক,তিনি সকল শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার পরামর্শ দিয়ে বলেন,আজকে যারা ছাত্র তোমরাই আগামী দিনে এই দেশের কান্ডারী।

বিশেষ অতিথির বক্তব্যে সাবেক কর কমিশনার (এনবিআর সদস্য) খোরশেদ আলম বলেন,বর্তমানে আমাদের রাষ্ট্রে যাহা হচ্ছে তাকে স্বাধীনতা বলা যায়না প্রকৃত স্বাধীনতা থেকে আমরা অনেক দুরে রয়েছি। তিনি সকলের ঐক্যবদ্ধ চেষ্টায় স্বাধীনতা অর্জনের আহবান জানান। এ সময় আরো বক্তব্য রাখেন,কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমান,পৌর মেয়র মজিবুর রহমান,প্রফেসর শাহজাহান আলী,এস এম খালিদ,ও সংগঠনের পক্ষ থেকে প্রফেসর শহিদুর রহমান,ইঞ্জিনিয়ার লিয়াকত আলী ভুইয়া ও মোতাহার হোসেন প্রমুখ।