মসজিদের জায়গা নিয়ে দু’গ্রুপ মুখোমুখি আগৈলঝাড়ায় রাস্তায় বসে মুসল্লিদের নামাজ আদায়

আগৈলঝাড়া সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়ায় মসজিদের জায়গা নিয়ে দু’গ্রুপের মুখোমুখি অবস্থান নেয়ায় কারণে রাস্তায় বসে নামাজ আদায় করতে হচ্ছে মুসল্লিদের। এনিয়ে যে কোন সময় বড় ধরণের সংঘর্ষের আশংকা করছে এলাকাবাসী। মসজিদের চারিপার্শ্বে বেড়া দিয়ে নামাজ আদায়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে প্রতিপক্ষরা। এ ঘটনা নিয়ে একাধিকবার শালিস বৈঠক হলেও কোন সমাধান হয়নি। এ ব্যাপারে রিয়াদ মারামাতের পক্ষ থেকে স্থানীয় ইউপি সদস্য শামীমকে দেখে নেয়ার হুমকী দেয়ায় হয়েছে।

স্থানীয়সূত্রে সূত্রে জানাগেছে, উপজেলার উত্তর শিহিপাশা গ্রামের পূর্বপাড়া জামে মসজিদ ২০০৭ সালে স্থাপিত হয়। মসজিদের নামে ৬শতাংশ জমির মালিকানা দাবী করে গ্রামের ইসমাইল মারারাতের ছেলে রিয়াদ মারামাত মসজিদের চতুর্পাশে বাঁশের বেড়া দিয়ে মসজিদ অবরুদ্ধ করে রাখে এবং মুসল্লিদের নামাজ আদায়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এঘটনায় এলাকাবাসী ও মুসল্লিদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। মসজিদ কমিটির সভাপতি কেতাব আলী হাওলাদার জানান, ৫-৬ বছর পূর্বে মসজিটি প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে একই গ্রামের নোয়াব আলী খাঁ’র মেয়ে মরিয়মের মৃত্যুর পরে তার ছেলে খোর্শেদ সরদার ও হারুন সরদারের নিকট থেকে ৬শতাংশ জমি ওয়াকফা মাধ্যমে মসজিদের নামে দলিল সম্পন্ন করা হয়েছে। বর্তমানে এলাকাবাসী মসজিদের পাঁকা ভবন নির্মাণ করতে চাইলে রিয়াদ ও তার চাচা নয়নের পরিবার বাঁধা প্রদান করে মসজিদের চারপার্শে বাঁশ দিয়ে বেড়া দিয়ে মুসল্লিদের মসজিদে প্রবেশে প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। বেড়া দেয়ার কারণে শুক্রবার মসজিদের বাহিরে রাস্তায় বসে মুসল্লিদের জুম্মার নামাজ আদায় করতে হয়েছে।