ভারত সরকার কর্তৃক বরিশালের মুক্তিযোদ্ধার সন্তানদের বৃত্তি প্রদান

নিজস্ব সংবাদদাতা ॥ ভারত সরকার কর্তৃক বরিশাল বিভাগের ৬৯ জন মুক্তিযোদ্ধার সন্তানদেরকে গতকাল শুক্রবার সকালে বৃত্তি প্রদান করা হয়েছে। এ উপলক্ষে বরিশাল ক্লাবে সকাল সাড়ে দশটায় বাংলাদেশ ভারত মৈত্রী সমিতির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের আহবায়ক দেবদাস সমাদ্দারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ডাঃ মোঃ মোখলেছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ভারতের উপ-রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী, জেলা প্রশাসক মোঃ শহীদুল আলম প্রমুখ। ভারতের উপ-রাষ্ট্রদূত তার বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বের সৃষ্টি হয়েছে। সেই সম্পর্ক আরো দৃঢ় করতে বাংলাদেশকে আমরা সকল প্রকার সহযোগীতা করে যাবো। তিনি বরিশালে একটি ভিসা সেন্টার খোলা এবং কালচারাল অনুষ্ঠান করারও ঘোষণা করেন। শেষে একাদশ শ্রেণীতে অধ্যায়নরত ৬৯ জন মুক্তিযোদ্ধার সন্তানদের প্রত্যেককে দশ হাজার টাকা করে চেক বিতরন করা হয়।