যৌতুকের দাবিতে অন্তঃস্বত্তা গৃহবধূকে নির্যাতনের পর গৃহ ছাড়া

নিজস্ব সংবাদদাতা, গৌরনদী ॥ ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে ৪ মাসের অন্তঃস্বত্তা গৃহবধূকে শারিরিক নির্যাতনের পর গৃহ ছাড়া করেছে পাষন্ড স্বামী ও তার পরিবারের লোকজনে। অসহায় গৃহবধূ গতকাল শুক্রবার দুপুরে সু-বিচারের আশায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামে।
বাকাল গ্রামের দিনমজুর আব্দুর রশিদ ফকিরের কন্যা গৃহবধূ শান্তা বেগম জানান, গত ১৩ মাস পূর্বে একই গ্রামের এস্কান্দার খানের পুত্র আলীম খানের সাথে সামাজিকভাবে তার বিয়ে হয়। বিয়ের সময় বরপক্ষের দাবি অনুযায়ী তার দিনমজুর পিতা ধারদেনা ও বিভিন্ন এনজিও থেকে ঋন উত্তোলন করে নগদ ৫০ হাজার টাকা, ২ ভরি স্বর্ণালংকারসহ অন্যান্য মালামাল দেন। বিয়ের পর যৌতুক লোভী স্বামী আলীম খান, শশুড় এস্কান্দার আলী খান ও শাশুড়ি রাবেয়া বেগম পূর্ণরায় ব্যবসার কথা বলে শান্তাকে তার বাবার কাছ থেকে আরো ৫০ হাজার টাকা আনার জন্য চাপ প্রয়োগ করে। এতে সে (শান্তা) অপরাগতা প্রকাশ করায় প্রায়ই তাকে শারিরিক নির্যাতনসহ তালাক দেয়ার হুমকি দেয়া হয়। তারই ধারাবাহিকতায় গত ৬ জুলাই রাতে শান্তার স্বামী ও তার পরিবারের লোকজনে শান্তাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে ঘর থেকে তাড়িয়ে দেয়। ওই রাতে ৪ মাসের অন্তঃসত্তা শান্তা একই গ্রামের তার চাচাত ভাই জলিল ফকিরের ঘরে আশ্রয় নেয়।