বরিশালে লঞ্চ ঘাটসহ একটি মসজিদ ও ১০টি দোকান নদী গর্ভে বিলীন

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মেঘনার শাখা মাছকাটা নদীর রাক্ষুসে থাবায় শনিবার রাত সাড়ে ৯টার দিকে বিলিন হয়ে গেছে মেহেন্দিগঞ্জের একমাত্র লঞ্চ ঘাটসহ একটি মসজিদ ও ১০টি ব্যবসায়ীক প্রতিষ্ঠান। বর্তমানে ওই এলাকার শতাধিক প্রতিষ্ঠা ও সহস্রাধীক বসত বাড়ি হুমকির মুখে রয়েছে।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান, শনিবার রাত নয়টার দিকে মেহেন্দিগঞ্জ লঞ্চ ঘাট এলাকায় আকস্মিক ভাবে ফাঁটল দেখা দেয়ার পর সর্বত্র নদী ভাঙ্গন আতংক দেখা দেয়। তড়িঘরি করে দোকান মালিকেরা তাদের মালামাল অন্যত্র সরিয়ে নেয়ার সময় রাত সাড়ে নয়টার দিকে আকস্মিক ভাবে একটি মসজিদ ও ১০টি ব্যবসা প্রতিষ্ঠান নদী ভাঙ্গনে বিলিন হয়ে যায়। ক্ষতিগ্রস্থ দোকান মালিকেরা হচ্ছেন কাঞ্চন চৌদিকার, বাবুল সরদার, কবির সরদার, শফি হাওলাদার, আলম  সরদার, সিদ্দিক হাওলাদার, জসিম হাওলাদান, নুরইসলাম হাওলাদার, জাকির পোদ্দার, বাদশা জমাদ্দার। তাৎক্ষনিক ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান আরজু, উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম, মেহেন্দিগঞ্জ থানার ওসি রিয়াজ হোসেন-পিপিএম।