পাথরঘাটায় বন্দুকযুদ্ধে ২ জলদস্যু নিহত

বরগুনা সংবাদদাতা : বরগুনার পাথরঘাটা উপজেলার জ্ঞানপাড়া বাতিকাটা নামক স্থানে বলেশ্বর নদীর পাড়ে র‌্যাব, কোস্টগার্ড ও পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ২ জলদস্যু নিহত হয়েছে। নিহতরা হচ্ছে- পাথরঘাটার লাঠিমারা গ্রামের আবদুল খালেকের ছেলে আফজাল হোসেন (৩৫) ও খুলনার কয়রা উপজেলার সাতলিয়া গ্রামের মাজেদ সরদারের ছেলে ফারুক সরদার (২৮)। এরা দুজনই জুলফিকার বাহিনীর সদস্য। শুক্রবার ভোররাতে এ ঘটনা ঘটে। এ সময় তাদের কাছ থেকে তিনটি দেশীয় বন্দুক, ১০ রাউন্ড কার্তুজ ও দুইটি রামদা উদ্ধার করা হয়। তাদের ব্যবহৃত ট্রলারটিও আটক করা হয়েছে। পাথরঘাটা কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার লে. মুশফিকুর রহমান জানান, র‌্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলামের নেতৃত্বে তিন বাহিনী একত্রিত হয়ে অপহৃত জেলেদের উদ্ধারে অভিযান শুরু করলে শুক্রবার ভোর রাত পৌনে চারটার দিকে জলদস্যুদের ট্রলার দেখতে পান। তারা জলদস্যুদের ট্রলার থামাতে বললে জলদস্যুরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি করে। এক পর্যায়ে যৌথ বাহিনীর গুলিতে দুই জলদস্যু মারা যায়। বাকী আরো ৫/৬ জন জলদস্যু নদীতে ঝাপ দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। র‌্যাবের উপ-পরিদর্শক মবিন জানান, জলদস্যু দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহে আলম জানান, থানায় মামলা দায়ের করা হয়েছে। এনিয়ে গত একমাসের মধ্যে দুদফা বন্দুকযুদ্ধে পাঁচ জলদস্যু মারা গেছে। এর আগে ১১ জুন রাতে বন্দুকযুদ্ধে রাজু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আরব আলী (ওরফে কম্পানি আরব), কুদ্দুছ মোল্লা ওরফে নাতি কুদ্দুছ ও রাঙ্গা ইদ্রিস মারা যায়।