জীবন দিয়ে হলেও লংমার্চ বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করলেন হেফাজতে ইসলাম বরিশাল শাখার নেতৃবৃন্দ

বরিশাল সংবাদদাতা ॥ জীবন দিয়ে হলেও লংমার্চ বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করলেন হেফাজতে ইসলাম বরিশাল শাখার নেতৃবৃন্দ। আজ বুধবার বিকেলে নগরীর খাজা মঈনুদ্দিন মাদ্রাসা মাঠে লংমার্চ উপলক্ষে আয়োজিত সমাবেশে এ প্রত্যয় ব্যক্ত করা হয়। বক্তারা বলেন, নাস্তিক মুরতাদরা দেশের ১৫ কোটি ধর্মভিরু মানুষের শত্রু। লংমার্চ তাদের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে নয়। আর এ লংমার্চে  বাধা দিলে প্রমানিত হবে সরকার নাস্তিক-মুরতাদদের দোসর। বক্তারা দুধ-কলা দিয়ে কাল সাপ না পুষে নাস্তিক মুরতাদদের পক্ষ ত্যাগ করে সরকারকে তৌহিদী জনতার কাতারে সামিল হওয়ার আহবান জানান। বক্তারা সরকারকে হুশিয়ারী উচ্চারন করে আরো বলেন, নাস্তিক-মুরতাদ বিরোধী আন্দোলনে শরিক না হয়ে বাধা দিলে তৌহিদী জনতার হুংকাওে পালানোর পথ খুজে পাবে না। সমাবেশে বক্তারা ঈমানী দায়িত্ব পালনে সকল মুসলমানকে লংমার্চে শরিক হওয়ার আহবান জানিয়ে আগামীকাল শুক্রবার বিকেলে খাজা মঈনুদ্দিন বাজার রোড মাদ্রাসায় উপস্থিত হওয়ার অনুরোধ জানান।

হেফাজতে ইসলাম বরিশাল মহানগর আমির মাওঃ ওবায়দুর রহমান মাহবুবের সভাপতিত্বে বক্তৃতা করেন, মাওঃ আব্দুল হালিম, মাওঃ কাজী আব্দুল মান্নান, মাওঃ রুহুল আমিন খান, মাওঃ নুরুর রহমান বেগ, মাওঃ হাফেজ রুহুল আমিন, মাওঃ শামসুল আলম, মাওঃ আব্দুল খালেক পীর সাহেব, মাওঃ সাব্বির আহমেদ, মাওঃ মোজাম্মেল হোসাইন, মাওঃ সুলতান মাহমুদ, অধ্যাপক আবুল কাশেম, মাওঃ শাহজাহান প্রমুখ। সমাবেশ শেষে একটি বিশাল মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।