পদত্যাগ করেছেন জিএম কাদের ?

ঢাকা অফিস : মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী জি এম কাদের। সরকারের নীতি-নির্ধারক মহলে তিনি তার পদত্যাগপত্র পৌঁছে দিয়েছেন বলে জাতীয় পার্টি সূত্র দাবি করেছে। পার্টির একাধিক সূত্র জি.এম কাদেরের পদত্যাগপত্র জমা দেয়ার বিষয়টি নিশ্চিত করে বলেছে, ডি-এইট শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নাইজেরিয়ার উদ্দেশে রওয়ানা হওয়ার আগেই তার কাছে বিমান মন্ত্রী পদত্যাগপত্র জমা দিয়েছেন। অপর সূত্র বলেছেন, বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে জিএম কাদের নিজে তার পদত্যাগপত্র পৌঁছে দেন। তবে দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার এড়ঁৎহধফর.পড়স কে বলেছেন, জিএম কাদেরের পদত্যাগের খবর নিছক গুজব। এ বিষয়ে জিএম কাদেরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। বিমান মন্ত্রীর সূত্রগুলো বলেছেন, বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ এবং সরকারের একটি অংশের সঙ্গে বিমান লিজসহ মন্ত্রণালয়ের বিভিন্ন ঘটনা নিয়ে জিএম কাদেরের সম্পর্কের টানাপোড়েন চলছিল। এছাড়া মন্ত্রীর নিজের ও তার পরিবারের সদস্যদের অনিয়ম, দুর্নীতি নিয়ে পত্র-পত্রিকায় খবরও ছাপা হয়। বিভিন্ন বিষয়ে মতপার্থক্য বাড়তে থাকায় জিএম কাদের পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে তার ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে। তবে তিনি এখন পর্যন্ত পদত্যাগপত্র জমা দিয়েছেন কি-না এ বিষয়টি তারা নিশ্চিত করে বলতে অপারগতা প্রকাশ করেছেন। বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা উপভোগ করতে আজ শুক্রবার জিএম কাদেরের দক্ষিণ আফ্রিকা যাওয়া এবং আগামী বৃহস্পতিবার তার দেশে ফেরার কথা ছিল, এ কর্মসূচি বাতিল করা হয়। নির্ধারিত এ সফর কেন বাতিল করা হয়েছে সে সম্পর্কে সরাসরি কোন বক্তব্য পাওয়া যায়নি। অবশ্য একটি সূত্র জানিয়েছে, মন্ত্রীর পদত্যাগের সিদ্ধান্তই সফর বাতিলের মূল কারণ। সরকারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডি-এইট সম্মেলন থেকে দেশে ফিরলে জিএম কাদেরের পদত্যাগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। মহাজোটের অন্যতম শরিক দল এইচ এম এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির প্রতিনিধি হিসেবে বর্তমান সরকারের মন্ত্রী পদে শপথ নেন জিএম কাদের। এর আগে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ পদত্যাগপত্র জমা দিয়েছিলেন।