আগৈলঝাড়ায় জুয়ার কোট ও টাকাসহ তিন জুয়াড়ি গ্রেফতার

তপন বসু, আগৈলঝাড়া ॥  বরিশালের আগৈলঝাড়ায় জুয়ার আসর থেকে জুয়ার ৩টি কোট ও নগদ লক্ষাধিক টাকাসহ ৩ জুয়ারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ভ্রাম্যমান আদালতে বিচার সম্পন্ন।

স্থানীয় একাধিক সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আগৈলঝাড়া থানা পুলিশের উপ-পরিদর্শক আলী আহম্মদ উপজেলার গৌহার গ্রামের একটি কালী মন্দির এলাকা থেকে রতœপুর গ্রামের হালিম সরদারের ছেলে জামাল সরদার (৩৫), ছয়গ্রামের রুহুল আমিন হাওলাদারের ছেলে হেমায়েত হাওলাদার (৫৪) ও একই গ্রামের ফয়জর আলী হাওলাদারের ছেলে সামচুল আলম হাওলাদার (৫৬) কে বুধবার সন্ধ্যায় জুয়া খেলার সময় হাতেনাতে আটক করেছে।  এসময় তাদের কাছ থেকে বাজারের ব্যাগে জুয়া খেলার জন্য গচ্ছিত লক্ষাধিক টাকা, গুটিসহ ৩টি জুয়ার কোট উদ্ধার করা হয়েছে বলে জানান স্থানীয়রা।  এসময় কোটের মালিকরা কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। বুধবার রাত সাড়ে দশটার দিকে ওই পুলিশ কর্মকর্তা গ্রেফতারকৃত জুয়াড়–দের ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম তালুকদারের আদালত প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭ সনের ৪ ধারায় অভিযুক্ত প্রত্যেককে ৭ দিনের জেল বা ২শ টাকা করে মোট ৬শ টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ জমা দিয়ে জুয়াড়িদের ছাড়িয়ে নেয়া হয়। এসময় এলাকা থেকে উদ্ধার হওয়া লক্ষাধিক টাকার মধ্যে আদালতে মাত্র ১ হাজার ১শ ৭৭ টাকা ও জুয়ার গুটি জব্দ দেখানো হয়েছে বলে আদালত সূত্র জানায়। আদালত জব্দকৃত ওই ১ হাজার ১শ ৭৭ টাকা রাষ্ট্রিয় কোষাগারে জমা দেয়া নির্দেশ প্রদান করে।