স্টাফ রিপোর্টার ॥ বর্ষবরন উপলক্ষ্যে গৌরনদী উপজেলার টরকী বন্দরের ব্যবসায়ীরা বুধবার রাতে বাংলার ঐতিহ্যবাহী লোকসংস্কৃতিক বাউলগানের আয়োজন করেন।
টরকী বন্দরের ব্যবসায়ী ও ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে টরকী বন্দর ট্রাক ষ্ট্যান্ডে বাউলগানের আসরের পূবে এক আলোচনা সভা টরকী বন্দর ট্রাক ষ্ট্যান্ড ইজারাদার আব্দুল রাজ্জাক তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন টরকী বন্দর সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতির সভাপতি ও গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া। বিশেষ অতিথি ছিলেন বেসরকারি সাহায্য সংস্থা উর্ষা’র সাধারন সম্পাদক নারায়ন পোদ্দার, দপ্তর সম্পাদক ও টরকী বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী শেখর দত্ত বনিক। বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী রিপন হাওলাদার, মিজান সরদার, লিটন খান, উজ্জল ফকির, নাসির ফকির, বিমল দাস, ভ্যান চালক আব্দুল জলিল, রিপন সরদার প্রমুখ। শেষে বাংলার ঐতিহ্যবাহী লোকসংস্কৃতিক বাউলগান পরিবেশন করেন বাউল শিল্পী পলাশ দেওয়ান, সুজন সরকারসহ বিভিন্ন শিল্পীরা।