বরিশাল-ঢাকা নৌপথে চালু হচ্ছে যাত্রীবাহি দিবা নৌ-সার্ভিস

স্টাফ রিপোর্টার ॥  বরিশাল ঢাকা-নৌপথে প্রথমবারের মতো যাত্রীবাহি দিবা নৌ-সার্ভিস শুরু হতে যাচ্ছে। ব্যক্তিমালিকানাধীন একটি যাত্রীবাহি নৌযান প্রতিষ্ঠান এ সার্ভিস শুরু করবে। আগামী ২৮ এপ্রিল রোববার থেকে তারা বরিশাল ঢাকা-রুটে দিনের বেলায় যাত্রী পরিবহন শুরু করবে। সংশ্লিষ্ঠ নৌযান প্রতিষ্ঠানের মালিক কর্ণেল (অবঃ) আজিজুল আশরাফ জানান, বে-ক্রুজার নামের এ নৌযানটি প্রতিদিন সকাল সাড়ে ৭টায় বরিশাল থেকে ছেড়ে ঢাকায় পৌছবে বেলা ১২টায় এবং এবং বেলা ২টায় ঢাকা থেকে আবার বরিশালের উদ্দেশ্যে যাত্রা করবে। জাহাজটি নির্ধারিত গন্তব্যে পৌছবে সাড়ে ৪ঘন্টা থেকে ৫ ঘন্টার মধ্যে। পুরো জাহাজটি চেয়ার সিটিং ব্যবস্থা। ৩ শ্রেণী বিন্যাসে মোট আসন সংখ্যা হচ্ছে ২৫২টি। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর আসনের ভাড়া নির্ধারন করা হয়েছে যথাক্রমে ১২০০, ১০০০ ও ৮০০ টাকা।