প্রতি পদে নিয়োগ প্রার্থী ৭৩ জন

স্টাফ রিপোর্টার ॥  বরিশাল সিভিল সার্জন কার্যালয়ের অধীনে তৃতীয় ও চতুর্থ শ্রেণী পদে ৭৯জন কর্মচারী নিয়োগ করা হবে। এ পদের বিপরীতে লিখিত পরীক্ষার জন্য মনোনীত হয়েছেন ৫ হাজার ৭৮০ জন নিয়োগ প্রার্থী। সে হিসেবে প্রতিটি পদের জন্য প্রার্থীর সংখ্যা হচ্ছে ৭৩ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ৭৯ পদের বিপরীতে মোট আবেদন করেছিলো ৮ হাজার ৮৬০জন প্রার্থী। এরমধ্যে বিভিন্ন ত্র“টির কারণে ৩ হাজার ৮০জন প্রার্থীর আবেদপত্র বাতিল হওয়ায় ৫ হাজার ৭৮০ জন প্রার্থীকে লিখিত পরীক্ষায় অংশ নেয়ার জন্য প্রবেশপত্র দেয়া হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি প্রার্থী হচ্ছে স্বাস্থ্য সহকারী পদে। সেখানে ৪৩টি পদের বিপরীতে লিখিত পরীক্ষায় অংশনেবে ৩ হাজার ৯৬২জন। সে হিসেবে স্বাস্থ্য সহকারী পদে প্রতি পদের বিপরীতে প্রার্থী হচ্ছেন ৯২জন। আগামী ২৬ এপ্রিল শুক্রবার নগরীর ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে এ প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। জেলা সিভিল সার্জন ডাঃ মিজানুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।