ব্র্যাকের দিনব্যাপী এ্যাডভোকেসি কর্মশালা

মণীষ চন্দ্র বিশ্বাস ॥  শতভাগ স্যানিটেশন ও নিরাপদ পানি ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে আজ মঙ্গলবার দিনব্যাপী এ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসন ও ব্র্যাকের ওয়াশ কর্মসূচীর যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দিদারে আলম মোহাম্মাদ মাকসুদ চৌধূরী। প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহ আলম খান। বিশেষ অতিথি ছিলেন ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আব্দুল মালেক, ইউপি চেয়ারম্যান কৃষ্ণ কান্ত দে, আকন ছিদ্দিকুর রহমান, শাহজাহান প্যাদা, মঞ্জুর হোসেন মিলন, আকতার হোসেন বাবুল। বক্তব্য রাখেন ব্র্যাকের গৌরনদী উপজেলা ম্যানেজার রনজিত রায়, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, সাবেক সভাপতি জহুরুল ইসলাম জহির, মোঃ গিয়াস উদ্দিন মিয়া, মোঃ জামাল উদ্দিন, গৌরনদীর একমাত্র পত্রিকা আলোকিত সময়ের বার্তা সম্পাদক মণীষ চন্দ্র বিশ্বাস, উপ-সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী আঃ মজিদ প্রমূখ। উল্লেখ্য, নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থা উন্নয়নের জন্য ব্র্যাক গৌরনদী উপজেলায় ওয়াটার, স্যানিটেশন ও হাইজিন (ওয়াশ) কর্মসূচী হাতে নিয়েছে। কর্মশালায় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধিসহ সুশীল সমাজের অর্ধশতাধিক নারী-পুরুষ অংশগ্রহন করেন।