গৌরনদীতে কতিথ সাংবাদিকের বাড়িতে গাঁজা চাষ

স্টাফ রিপোর্টার ॥  বরিশালের গৌরনদী বাসষ্ট্যান্ড সদরের একটি বাড়িতে গাঁজা চাষের সন্ধ্যান পেয়েছে থানা পুলিশ। অবশেষে বুধবার রাতে ওই বাড়ির ভাড়াটিয়া তথাকথিত একটি মানবাধিকার সংগঠনের বরিশালের গৌরনদী উপজেলা শাখার সদস্য ও স্থানীয় রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক এ্যাটম বৈরাগীর রোপিত গাঁজার বাগান থেকে ১২টি গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হওয়ায় থানা পুলিশ ওই রাতেই থানায় একটি মামলা রুজু করেছেন।

পুলিশ জানায়, বাসস্ট্যান্ড সদরের উত্তর বিজয়পুর গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুর রব মিয়ার বাড়ির ভাড়াটিয়া কথিত মানবাধিকার কর্মী ও সাংবাদিক এ্যাটম বৈরাগী দীর্ঘদিন থেকে বাড়ির আঙ্গিনার সবজি ক্ষেতে গাঁজার চাষ করে আসছিলো। প্রতিবেশীরা জানতে চাইলে গৃহকর্তা এ্যাটম বৈরাগী ও তার স্ত্রী গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা অসিমা হালদার বলেন ওইগুলো ঔষধী গাছ। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ওই বাড়িতে এ্যাটম গাঁজা চাষ করে আসছেন। বুধবার রাতে গৌরনদী থানার এস.আই এনামুল আকন, আবুল হোসেন ও শামিম একদল পুলিশ নিয়ে ওই বাড়িতে অভিযান চালিয়ে ১২টি গাঁজা গাছ উদ্ধার করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে এ্যাটম বৈরাগী পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে এ্যাটম বৈরাগীকে আসামি করে গৌরনদী থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছেন।