মসজিদ থেকে মোবাইল চুরি

গৌরনদী অফিস ॥ আল্লাহর ঘর মসজিদ থেকে মোবাইল চুরি করে নেয়ার একদিন পর চোরসহ চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার হওয়ার ঘটনা নিয়ে এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ সংলগ্ন চরগাধাতলী গ্রামে।
জানা গেছে, ওই গ্রামের হাফেজ মোঃ আতিকুর রহমান গত ৭ জুলাই উপজেলা পরিষদ সংলগ্ন বাইতুন নূর জামে মসজিদে ফজরের নামাজ আদায় করেন। নামাজের পর সে মসজিদের মধ্যেই ঘুমের ঘোরে নিন্দ্রায় যান। এসময় উপজেলা গেটের সম্মুখের ফরাজানা বেডিংয়ের কর্মচারী সজল কৌশলে আতিকুর রহমানের নোকিয়া মোবাইল ফোনটি চুরি করে নিয়ে যায়। ৮ জুলাই সকালে চুরি হওয়া মোবাইল ফোনে কল দিয়ে চোর সজলকে সনাক্ত করা হয়। চুরি হওয়া মোবাইল ফোনের মালিক হাফেজ মোঃ আতিকুর রহমান অভিযোগ করেন, চুরি হওয়া মোবাইল ফোনসহ চোর সজলকে সনাক্ত করার পর ফারজানা বেডিংয়ের মালিক হারুন মোল্লা মোবাইল ফোন না দিয়েই তার দোকানের কর্মচারী সজলকে ছাড়িয়ে নেয়ার জন্য নানা কৌশল অবলম্বন করেন। এসময় উপজেলা যুবলীগ নেতা রেজাউল করিম টিটুসহ স্থানীয়দের সহযোগীতায় সজলের কাছ থেকে চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ নিয়ে ওই এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে।