মুলাদীর মজনুকে ক্রসফায়ারের ঘটনায় র‌্যাবের বিরুদ্ধে মামলা

বরিশাল র‌্যাব-৮’র পরিচালক লে. কর্ণেল মনিরুল ইসলাম ও মেজর রাশেদসহ ৩০ জনের বিরুদ্ধে বরিশাল আদালতে হত্যা মামলা দায়ের করা হয়েছে। ৫ জুলাই মুলাদীতে ক্রসফায়ারে নিহত মজনু খানের বোন রীনা খান বাদী হয়ে বৃহস্পতিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন। আদালতের বিচারক শরীফ মোহম্মদ সানাউল হক মামলাটি চিফ জুডিশিয়াল আদালতে প্রেরণ করেন। ওই আদালতের বিচারক আলতাফ হোসাইন ১৩ জুলাই শুনানীর দিন ধার্য করেছেন। বাদী মামলার এজাহারে উল্লেখ করেন, ৪ জুলাই তার ভাই মজনু খানকে র‌্যাব নগরীর নাজিরের পোল এলাকা থেকে আটক করে। এরপর র‌্যাব কার্যালয়ে নিয়ে তার ওপর নির্মম নির্যাতন চালালে সে মারা যায়। র‌্যাব পরেরদিন তার ভাইকে মুলাদীর নয়াকান্দি এলাকায় গুলি করে ফেলে রেখে ক্রসফায়ারের নাটক সাজায়। এ ঘটনার সাথে মুলাদী এলাকার আরো ২৮ জন লোক জড়িত রয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়। ওই ২৮ জন ব্যক্তির মাধ্যমে উল্লেখিত র‌্যাব কর্মকর্তারা আর্থিকভাবে লাভবান হয়ে তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে এজাহারে উল্লেখ রয়েছে।