সাভার ট্রাজেডি ; গৌরনদীর জুয়েলের লাশ দশদিন পর ধ্বংসস্তুপ থেকে উদ্ধার

মণীষ চন্দ্র বিশ্বাস ॥  সাভারের রানা প্ল¬াজার ভবন ধ্বসের ঘটনার দশদিন পর অবশেষে আজ শুক্রবার বরিশালের গৌরনদী উপজেলার ধানডোবা গ্রামের নিখোঁজ জুয়েলের লাশ ধ্বংসস্তুপ থেকে উদ্ধার করা হয়েছে। হতভাগ্য জুয়েলের নিকট আত্মীয়-স্বজনেরা জুয়েলের লাশ সনাক্ত করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ধানডোবা গ্রামের দিনমজুর আব্দুস সোবাহান হাওলাদারের পুত্র জুয়েল হাওলাদার (২২) রানা প্লাজার পঞ্চম তলার গার্মেন্টসে কর্মরত ছিলো। জুয়েলের বন্ধু জামালপুরের জয়নাল আবেদীন জানান, ভবন ধ্বসের আধা ঘন্টা পূর্বে জুয়েল গার্মেন্টেসে প্রবেশ করে। পরবর্তীতে জয়নালকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হলেও জুয়েল নিখোঁজ ছিলো। ভয়াবহ এ ট্রাজেডির দশদিন পর আজ শুক্রবার দুপুরে জুয়েলের মৃতদেহ ধ্বংসস্তুপ থেকে উদ্ধার করা হয়েছে। এসময় ঘটনাস্থলে উপস্থিত জুয়েলের স্বজনেরা তার লাশ সনাক্ত করেন।