তপন বসু, আগৈলঝাড়া ॥ বরিশালের আগৈলঝাড়ায় জাল টাকাসহ জালিয়াতি চক্রের এক সদসস্যকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে জনতা। বিশেষ ক্ষমতা আইনে মামলা।
জানা গেছে, গত শনিবার সন্ধ্যায় আগৈলঝাড়ার অন্যতম নৌ-বন্দর পয়সারহাটে হোগলা কিনে দোকানীকে ১ হাজার টাকার দুইটি নোট দেয়। টাকায় দোকানীর সন্দেহ হলে স্থানিয়দের মাধ্যমে টাকা দুটি একই নম্বরের ও জাল বলে নিশ্চিত হয়ে বিকাশকে আটক করে গলধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। পুলিশের উপ-পরিদর্শক আক্কাস আলী বিকাশকে আটক করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় পশ্চিম পয়সা গ্রামের ওই হোগলা ব্যবসায়ী রনজিৎ বেপারী বাদি হয়ে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫ এর (ক) ধারায় নোট জালিয়াতির অভিযোগে মামলা করেছেন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত বিকাশ টাকা জালিয়াতি চক্রের একজন অন্যতম সদস্য। তার বিরুদ্ধে কোটালীপাড়া থানায়ও জালিয়াতির মামলা রয়েছে। পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করেছে।