বিশেষ প্রতিনিধি ॥ বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) নির্বাচনী তফসিল ঘোষনার পাঁচ দিন পর (গত রবিবার) থেকে মনোনায়নপত্র সরবরাহের কার্যক্রম শুরু হয়েছে। এরমধ্যে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনজন প্রার্থী।
তারা হলেন-বর্তমান মেয়র ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন হিরন, যুবলীগ নেতা মাহমুদুল হক খান মামুন এবং জেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আহসান হাবিব কামাল।
এছাড়াও সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে বিএনপি ও আওয়ামীলীগের প্রায় অর্ধশতাধিক প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বরিশাল সিটি কর্পোরেশনের মোট ভোটার ২ লক্ষ ১০ হাজার ৩৪৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৭ হাজার ৯২জন এবং মহিলা ভোটার ১ লক্ষ ৩ হাজার ২৫৪ জন।