বরিশালের ব্যবসায়ীদের হরতাল প্রত্যাখান

নাসির উদ্দিন সৈকত ॥  হরতালের প্রথম দিনেই বরিশালের ব্যবসায়ীরা ইস্যুবিহীন হরতাল প্রত্যাখান করেছে। সকাল থেকেই প্রতিদিনের ন্যায় সকল দোকানপাট খোলা ছিলো। নগরীসহ জেলার কোথাও হরতালের পক্ষে পিকেটিং বা বড় ধরনের সহিংসতা ঘটেনি।

দূরপাল্লার যানবাহন বন্ধ থাকলেও অভ্যন্তরীণ রুটে লঞ্চ ও বাস চলাচল ছিলো চোখে পরার মতো। ভোর সোয়া পাঁচটার দিকে নগরীর নবগ্রাম রোড থেকে হরতালের সমর্থনে জামায়াত শিবির মিছিল বের করতে চাইলে তা পুলিশের বাঁধায় পন্ড হয়ে যায়। ভোর সাড়ে ছয়টায় মহানগর বিএনপি সভাপতি মজিবর রহমান সরোয়ার-এমপির নেতৃত্বে নাজিরের পুল এলাকা থেকে একটি মিছিল বের হয়ে দলীয় কার্যালয়ের সম্মুখে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেছে।

 
জেলা চেম্বার অফ কমার্সের সভাপতি সাইদুর রহমান রিন্টু জানান, বর্তমানে বিশ্বব্যাপী ব্যবসায়ীক মন্দাভাব চলছে। ফলে দেশের ব্যবসা-বানিজ্যতেও মন্দাভাব দেখা দিয়েছে। এরইমধ্যে আমরা চেম্বার অফ কর্মাসের নেতৃবৃন্দরা ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা চিন্তা করে ১৮ দলের ডাকা ইসূবিহীন হরতাল প্রত্যাখ্যান করেছি।