গৌরনদীতে দুগ্ধজাত শিশুকে উদ্ধার করতে গিয়ে পুলিশ অফিসারসহ দু’জনের ওপর হামলা

একটি আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে বিচারক দুগ্ধজাত শিশুটিকে উদ্ধার পূর্বক রিনা আক্তারের কাছে হস্তান্তরের নির্দেশ দেন। তিনি আরো জানান, আদালতের নির্দেশ পালনের জন্য গতকাল সোমবার থানার এস.আই শাহজালালকে দায়িত্ব দেয়া হয়। এসআই শাহজালাল জানান, গতকাল সোমবার দুপুর সোয়া দুইটার দিকে সঙ্গীয় ফোর্স কনষ্টবল কামাল হোসেনকে নিয়ে দুগ্ধজাত শিশুটিকে উদ্ধারের জন্য উত্তর পালরদীস্থ বেল্লাল হোসেনের বাড়িতে যান। এসময় শিশুটিকে সনাক্ত করে থানায় নিয়ে আসার সময় বেল্লাল, তার ভাই জামাল হোসেন ও তাদের সহযোগীরা ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে তাদের ওপর হামলা চালায়। এক পর্যায়ে শিশু রেদওয়ানকে ছিনিয়ে নিয়ে তাদের অবরুদ্ধ করে রাখে। হামলায় কনষ্টবল কামাল হোসেন আহত হন। দুই ঘন্টাপর খবর পেয়ে থানা এস.আই মিজানুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদেরসহ শিশুটিকে উদ্ধার করে। এসময় হামলাকারী জামাল হোসেন ও মুকুল মিয়াকে আটক করা হয়। এ ঘটনায় এস.আই শাহজালাল বাদি হয়ে সরকারি কাজে বাঁধা ও পুলিশ আহত হওয়ার ঘটনায় ওইদিন বিকেলে মামলা দায়ের করেছেন।