গৌরনদীতে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

প্রেমানন্দ ঘরামী ॥  বঙ্গোপসাগরে সৃষ্ট ঘুর্নিঝড় মহাসেনের আঘাতে সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় মঙ্গলবার বিকেলে বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 
গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে বিকেল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুনীল কুমার দাস, বিআরডিবির চেয়ারম্যান মোঃ মনির হোসেন মিয়া, সাবেক চেয়ারম্যান সাংবাদিক জহুরুল ইসলাম জহির, প্রেসক্লাব সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, চাঁদশী ইউনিয়নের চেয়ারম্যান কৃষ্ণ কান্ত দে, বাটাজোর ইউপি চেয়ারম্যান আকতার হোসেন বাবুল, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ কবীর হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ তৌহিদীন ভূইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার খান মনিরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা খানম, ফায়ার সার্ভিসের ষ্টেশন ইনচার্জ মোঃ এহসানুল হক, থানার উপ-পরিদর্শক মোঃ আলাউদ্দিন, ব্র্যাক কর্মকর্তা রনজিত কুমার দাস প্রমূখ।

সভায় ঘুর্নিঝড় মহাসেনের সাম্ভাব্য আঘাতে সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়।