গৌরনদীর আলোচিত রফিক হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন ১ জন খালাস

বরিশালের গৌরনদী উপজেলার চাঞ্চল্যকর রফিকুল ইসলাম হত্যা মামলায় রবিবার ৩ জনকে যাবজ্জীবন কারাদন্ড ও একজন আসামিকে বেখসুর খালাস প্রদান করেছে আদালত। আদালত সূত্রে জানা গেছে, গৌরনদী শরিকল গ্রামের রুচিয়া বেগমের সাথে পার্শ্ববর্তী আধুনা গ্রামের আবুল হোসেন ফরাজির দীর্ঘদিন থেকে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এর জের ধরে ২০০৯ সালের ১৩ অক্টোবর রাত সাড়ে ১২টায় প্রতিপক্ষ আবুল হোসেন ফরাজী (২৩), হারুন প্যাদা (৪৫), সাইদুজ্জামান বাবু, শাহ্ আলম হাওলাদার রুচিয়ার ঘরে প্রবেশ করে তার ছেলে রফিকুল ইসলামকে (২২) কুপিয়ে হত্যা করে। ওই সময় বাদি রুচিয়া বেগম ডাকচিৎকার শুরু করলে আসামিরা তার গলা চেপে ধরে ব্যবহৃত স্বর্ণের চেইন ও ঘরে থাকা নগদ অর্থ ছিনিয়ে নেয়। এ ঘটনায় নিহত রফিকের মা রুচিয়া বেগম বাদি হয়ে ঘটনার পরেরদিন ১৪ অক্টোবর গৌরনদী থানায় ৪ জনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে থানার এস.আই মাহাবুবুল আলম স্বাক্ষ্য গ্রহন শেষে আদালতে চার্জশীট প্রদান করেন। বরিশাল জেলা অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক আব্দুর রহমান রবিবার উল্লেখিত মামলার আসামি আবুল হোসেন ফরাজীকে বেকসুর খালাস ও হারুন প্যাদা, সাইদুর রহমান বাবু, শাহ আলম হাওলাদারকে যাবজ্জীবন কারাদন্ডসহ প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ১ বছর কারাদন্ডের আদেশ প্রদান করেন।