মহাসেনের আঘাতে আগৈলঝাড়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রবীর বিশ্বাস ননী, আগৈলঝাড়া ॥  টানা দু’দিনের প্রবল বর্ষণে বরিশালের আগৈলঝাড়ায় ধান ক্ষেত, মৎস্য ঘের, পানবরজ, সবজি বাগান, প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

উপজেলার ৫টি ইউনিয়নের বোরো চাষীরা অর্ধেক পরিমান পাঁকা ধান ঘরে তুলতে পারলেও আর অর্ধেক পরিমানই দু’দিনের ভারিবর্ষণে পানির নিচে তলিয়ে গেছে। তাছাড়া পুকুর, ডোবার বিভিন্ন প্রজাতির মাছ মুক্ত পানিতে ভেসে গেছে। পানবরজ ও সবজি বাগান ডুবে আছে পানির নিচে। অনেক মৎস্য চাষীই মাছ ভেসে যাওয়ায় দিশেহারা হয়ে পরেছেন।

অপরদিকে পাাঁকা ধান বিনষ্ট হওয়ায় চাষীদের মাথায় হাত পরেছে। অন্যদিকে বিভিন্নস্থানে কাঁচা ও পাঁকা সড়ক ধ্বসে পরায় যোগাযোগ ব্যবস্থা ব্যহৃত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ অবুল কালাম তালুকদার ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন।