স্টাফ রিপোর্টার ॥ বিদ্যুতের দাবীতে বরিশাল নগরীর সাগরদী এলাকার তিনটি ফিডারের গ্রাহকেরা শুক্রবার সন্ধ্যা রাতে ঝাড়ু মিছিল করেছে। প্রায় তিন ঘন্টা ঝাড়– মিছিল শেষে তারা সাগরদী ব্রীজ অবরোধ করে রাখে। পরবর্তীতে ওইদিন রাত সাড়ে নয়টার দিকে আইন-শৃংখলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
বিক্ষুব্ধ এলাকাবাসীরা জানায়, গত তিন দিন থেকে তাদের তিনটি ফিডারের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেও তারা কোনো সুফল না পেয়ে অবশেষে সাগরদী, দরগাবাড়ি ও ঘরামী বাড়ির পোল এলাকার হাজার-হাজার ক্ষুব্ধ বিদ্যুৎ গ্রাহকেরা ঝাড়ু মিছিল বের করেন।
বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় মহাসেনের তান্ডবে ওই এলাকার বিদ্যুৎ লাইনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যা মেরামতের জন্য অতিরিক্ত শ্রমিক নিয়োগ করা হয়েছে। এরইমধ্যে গ্রাহকেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন।