বিশেষ প্রতিনিধি ॥ বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) নির্বাচনে জাতীয়তাবাদী নাগরিক পরিষদের ব্যানারে নির্বাচন করবেন বিএনপি সমর্থিত প্রার্থী আহসান হাবিব কামাল। ঢাকা থেকেই এর সকল প্রস্তুতি সম্পন্ন করে ঐক্যবদ্ধ ভাবে মহাজোটের প্রার্থীকে পরাজিত করার মিশন নিয়ে আগামীকাল সোমবার বরিশালে আসবেন এখানকার বিএনপির রাজনীতি দু’চিরপ্রতিদ্বন্ধী মজিবর রহমান সরোয়ার-এমপি ও আহসান হাবিব কামাল।
দলীয় সূত্রে জানা গেছে, আজ রবিবার তাদের বরিশালে আসার কথা থাকলেও অপর মেয়র প্রার্থী এবায়দুল হক চাঁন নিজেই নির্বাচনে অংশগ্রহন করার জন্য বেঁকে বসায় রবিবার তাদের বরিশালে আসা হয়নি। প্রাথমিকভাবে বিএনপির সমর্থিত প্রার্থী আহসান হাবিব কামালের নাগরিক সমাজের ব্যানারে নির্বাচন করার কথা থাকলেও শনিবার বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সদর আসনের এমপি মজিবর রহমান সরোয়ারের ঢাকার বনানী অফিসে কয়েক ঘন্টার রুদ্ধতার বৈঠকে ওই সিদ্ধান্ত পরিবর্তন হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এখন কামাল জাতীয়তাবাদী নাগরিক পরিষদের ব্যানারে নির্বাচন করবেন।
বৈঠকে মজিবর রহমান সরোয়ার ছাড়াও অন্যান্যদের মধ্যে বিএনপির প্রার্থী আহসান হাবিব কামাল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কামরুল আহসান শাহীন, দক্ষিণ জেলা বিএনপির সাধারন সম্পাদক বিলকিস আকতার জাহান শিরিনসহ বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বৈঠকে বিসিসি নির্বাচনে মহাজোটের শক্ত প্রার্থী আলহাজ শওকত হোসেন হিরনের বিরুদ্ধে দলীয় সমর্থিত প্রার্থী কামালকে বিজয়ী করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। একই বৈঠকে জাতীয়তাবাদী নাগরিক পরিষদের ব্যানারে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির সমর্থিক প্রার্থী আহসান হাবিব কামালের অংশগ্রহনের ব্যাপারেও সিদ্ধান্ত নেয়া হয়।
তবে ওই বৈঠকে উপস্থিত ছিলেন না জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও অপর মেয়র প্রার্থী এবায়েদুল হক চাঁন। তিনি (চাঁন) এখনো নিজেই মেয়র নির্বাচন করার পক্ষে অনড় রয়েছেন।
বৈঠকে উপস্থিত বিএনপি নেতা মনিরুজ্জামান ফারুক বলেন, সময়মত সব ঠিক হয়ে যাবে। একক প্রার্থী আহসান হাবিব কামালের পক্ষেই সবাই কাজ করবে বলেও তিনি উল্লেখ করেন।
এ ব্যাপারে মহানগর বিএনপির সাধারন সম্পাদক এ্যাডভোকেট কামরুল আহসান শাহীন বলেন, হাইকমান্ড যাকে প্রার্থী করেছে, তার পক্ষেই আমরা কাজ করবো। হাইকমান্ডের বাহিরে আমাদের যাওয়ার কোন সুযোগ নেই।
সূত্রে আরো জানা গেছে, আজ রবিবার বিএনপি সমর্থিত প্রার্থী ও দলের র্শীর্ষ নেতাদের বরিশালে আসার কথা থাকলেও এবায়েদুল হক চাঁন বেঁকে বসার কারণে ওইদিন তারা বরিশালে আসেননি।
এ ব্যাপারে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী নাগরিক পরিষদের মেয়র প্রার্থী আহসান হাবিব কামালের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা আগামীকাল সোমবার বরিশালে আসবো।
সূত্রমতে, বরিশালে বিএনপির রাজনীতিতে চিরপ্রতিদ্বন্ধী মহানগর বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান সরোয়ার-এমপি এবং কেন্দ্রীয় মৎস্য বিষয়ক সম্পাদক ও দক্ষিণ জেলা বিএনপির সভাপতি আহসান হাবিব কামাল। তারা দু’জনেই বিসিসি’র নির্বাচনকে সামনে রেখে আজ সোমবার ঐক্যবদ্ধ ভাবে বরিশালে আসছেন। নির্বাচন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত নেতা বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান সরোয়ার-এমপি চাচ্ছেন মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেয়া তিন প্রার্থীকে একত্রে এখানে নিয়ে এসে বড় ধরণের শো-ডাউনের মধ্যদিয়ে নির্বাচনের মাঠে নামবেন।
চিরপ্রতিদ্বন্ধী দু’নেতার ঐক্যবদ্ধ ভাবে বরিশালে আগমন উপলক্ষ্যে দলীয় নেতা-কর্মীদের মাঝে উৎসবের আমেজ বইছে।