বরিশালে কারা কার্যালয় ও বাংলো করার প্রস্তাব

স্টাফ রিপোর্টার ॥  বরিশাল বিভাগে কারা উপ-মহাপরিদর্শকের পদ সৃষ্টি হওয়ায় কারা কার্যালয় ও বাংলো নির্মান করার প্রস্তাব দেয়া হয়েছে। বিভাগের ছয়টি কারাগারের কার্যক্রমকে আরো গতিশীল করতে কারা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত চিঠি বরিশাল কেন্দ্রীয় কারাগারে এসে পৌঁছেছে।

বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোঃ কামাল হোসেন জানান, চলতি মাসের প্রথম সপ্তাহে উপ-মহাপরিদর্শকের পদ সৃষ্টি হওয়ার চিঠি বরিশালে এসে পৌঁছায়। তিনি আরো জানান, বরিশালের কারাগারগুলো নিয়ন্ত্রিত হতো খুলনা বিভাগের যশোর থেকে। সেখান থেকে মাঝে মধ্যে পরিদর্শনে আসতেন উপ-মহাপরিদর্শক। অন্য বিভাগের অধীনে থাকায় স্বাভাবিক ভাবেই বিভিন্ন কাজে চরম জটিলতার সৃষ্টি হতো। এমনকি দ্রুততার সাথে কোন সিদ্ধান্তও নেয়া যেতো না। নতুন করে বরিশাল বিভাগে কারা উপ-মহাপরিদর্শকের পদ সৃষ্টি হওয়ায় বিভাগের ছয়টি কারাগারের মান আগের চেয়ে অনেকাংশে বৃদ্ধি পাবে। এ জন্য জরুরি ভিত্তিতে বরিশালে কারা কার্যালয় ও বাংলো নির্মান করার জন্য ইতোমধ্যে কারা অধিদপ্তরে প্রস্তাব দেয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।