আর্কাইভ

মেধাবী অমলের অনিশ্চিত ভবিষ্যত

হাসান মাহমুদ ॥  দারিদ্রতাকে জয় করে দিনমজুরের কাজ করে এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েও আর্থিক দৈন্যতার কারনে কলেজে ভর্তি কিংবা উচ্চ শিক্ষার আশা অনেকটাই ছেড়ে দিয়েছে মেধাবী ছাত্র অমল মন্ডল। বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া এ.এন মাধ্যমিক বিদ্যালয় থেকে ভীমেরপাড় গ্রামের হতদরিদ্র নিতাই চন্দ্র মন্ডলের পুত্র অমল মন্ডল পিতার সাথে দিনমজুরের কাজ করে এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে।

ভালো ফলাফল করেও আর্থিক দৈন্যতার কারনে মেধাবী ছাত্র অমল মন্ডলের আজ অনিশ্চিত ভবিষ্যত হাত ছানি দিয়ে ডাকছে।

আরও পড়ুন

Back to top button