আর্কাইভ
পিন্টু গুহর বিয়ে
হাসান মাহমুদ ॥ রূপের সাজে সেজেছে পপি-পিন্টু সেজেছে বর, স্বর্গ সুখে উঠুক ভরে-ওদের ছোট্ট ঘর। গত ২০ মে রাতে গৌরনদী উপজেলা আ’লীগের সাবেক সভাপতি কালিয়া দমন গুহর কনিষ্ট পুত্র এবং মাহিলাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর একমাত্র ছোট ভাই সলিল গুহ পিন্টুর বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।