শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় তিন আসামির জামিন লাভ

এনায়েত হোসেন মুন্না ॥  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদলীয় নেত্রী থাকাকালীন ২০০৪ সনে দক্ষিণাঞ্চলে সফরকালে বরিশালের গৌরনদী বাসষ্ট্যান্ডে তার গাড়ি বহরে হামলার ঘটনায় দায়ের করা মামলার ছয় আসামির বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছিলো। ওই আসামিদের মধ্যে তিন জনের আজ বুধবার জামিন দিয়েছে আদালত।
 
আদালত সূত্রে জানা গেছে, ২০০৯ সনের ২০ জুলাই গৌরনদী থানায় দায়ের করা মামলায় গত ১৯ মে চার্জ (অভিযোগ) গঠন করার সময় আদালতে হাজির না থাকায় মামলার ছয় আসামির বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়। পরবর্তীতে আজ বুধবার ছয়জনের মধ্যে তিনজন আসামি বরিশাল চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালতের বিচারক তাদের জামিন মঞ্জুর করে।

জামিন প্রাপ্তরা হলেন-বরিশাল জেলা উত্তর যুবদলের সাধারন সম্পাদক ও গৌরনদী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান মিন্টু, যুবদল নেতা রুবেল হাওলাদার ও হাবুল সরদার।

উল্লেখ্য, একই মামলার আসামি বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনসহ বিএনপির ১৭ জন নেতা-কর্মীর বিরুদ্ধে চার্জ (অভিযোগ) গঠন করা হয়েছে।