আর্কাইভ
অদম্য মেধাবী তামান্না
স্টাফ রিপোর্টার ॥ ইচ্ছা থাকিলে যে উপায় হয়; তার এক বাস্তব প্রমান ইসরাত জাহান তামান্না। এবারের এসএসসি পরীক্ষায় তামান্না বরিশালের গৌরনদী গার্লস হাই স্কুল এন্ড কলেজে থেকে জিপিএ-৫ পেয়েছে। তার মা মৃত আকলিমা বেগম শিশু অবস্থায় তামান্নাকে রেখে মারা যান। মাতৃ স্নেহহীন তামান্না দিশেহারা না হয়ে, নিজের অদম্য ইচ্ছাকে কাজে লাগিয়ে পড়াশুনা করে এ ভালো ফলাফল করেছে।
তার পিতা মোশারেফ হোসেন একজন সামান্য বেতনে চাকুরী করেন। এতে করে দু’মেয়েকে নিয়ে কোন রকম দিন কাটাতে হয়। কিন্তু ইসরাত জাহান তামান্নার স্বপ্ন বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রশাসনিক কর্মকর্তা হওয়া। কিন্তু বাবার সামান্য আয়ে উচ্চ শিক্ষায় ভর্তি হওয়া অসম্ভব হয়ে পরেছে।