বরিশালে স্ত্রীর মামলায় এএসপি জেল হাজতে

 

স্টাফ রিপোর্টার ॥  স্ত্রীর দায়ের করা যৌতুক, নির্যাতন ও এ্যাসিড নিক্ষেপের মামলায় উচ্চ আদালতের জামিন বাতিল করে আজ বুধবার জেল হাজতে পাঠানো হয়েছে যশোর মহাসড়ক জোনের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেনকে। বরিশাল চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ মাসুদুর রহমান এই আদেশ দিয়েছেন। আদালত সূত্রে জানা গেছে, আনোয়ার হোসেনের স্ত্রী কেয়া বেগম গত ২৭ মার্চ বরিশাল আদালতে তার (আনোয়ার) বিরুদ্ধে মামলা দায়ের করলে তিনি উচ্চ আদালত থেকে জামিন নেয়। গতকাল বুধবার বরিশাল চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আনোয়ার হোসেন হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে বিচারক তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানো নির্দেশ দেন।