গৌরনদীতে মুক্তিযোদ্ধাদের স্মরণসভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ কুতুবউদ্দিন আহম্মেদ (যুদ্ধকালীন কমান্ডার)’র মৃত্যুতে আজ বুধবার সকালে গৌরনদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে স্মরণসভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নিজস্ব কার্যালয়ে সকাল দশটায় অনুষ্ঠিত স্মরণসভায় উপজেলা ভারপ্রাপ্ত কমান্ডার মোঃ মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ। বিশেষ অতিথি ছিলেন পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক জহুরুল ইসলাম জহির। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ হাক্কানী আলম, ডেপুটি কমান্ডার আঃ রাজ্জাক চোকদার, সাবেক উপজেলা কমান্ডার মোঃ মুনসুর হাওলাদার, সাবেক পৌর কমান্ডার অধ্যাপক মোঃ দেলোয়ার হোসেন, অফিসার্স ক্লাবের সাবেক সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা খান শামছুল হক, মুক্তিযোদ্ধা সাবেক সার্জন (অবঃ) মোঃ কাঞ্চন আলী সিকদার, ইউনিয়ন কমান্ডার আলহাজ্ব ইসমাত হোসেন রাসু, মোঃ আলাউদ্দিন, আঃ রহিম, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, মেজবাউদ্দিন আকন, আঃ মজিদ, গোলাম মোস্তফা নান্নু ভূঁইয়া প্রমূখ। শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় অনুষ্ঠিত দোয়া-মোনাজাত পরিচালনা করেন উপজেলা মসজিদের পেশ ইমাম ক্বারী আঃ হাকিম।