দানিসুর রহমান লিমন, বাকেরগঞ্জ ॥ নিন্মচাপের প্রভাবে প্রবলবর্ষন ও জোয়ারের পানিতে নিমজ্জিত হয়ে গেছে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার লেবুখালী ফেরীঘাটের গ্যাংওয়ে ও পল্টুন। ফলে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ফেরী চলাচল বন্ধ থাকায় দু’পাড়ে শত শত যানবাহন আটকা পরেছে।
ফেরীর সুপারভাইজার এবিএম কুদ্দুস জানান, গত তিনদিন ধরে এ অবস্থার সৃষ্টি হলেও বৃহস্পতিবার সন্ধ্যায় ফেরীতে গাড়ি ওঠানামা একেবারেই বন্ধ হয়ে যায়। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।