স্টাফ রিপোর্টার ॥ বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে গৌরনদী ডেভলপমেন্ট সোসাইটি (জিডিএস), অর্গানাইজেশন ফর সোস্যাল ডেভপলমেন্ট (ওএসডি) ও টার্গেট পিপলস ফর ডেভলপমেন্ট অর্গানাইজেশনের (টিপিডিও)’র যৌথ উদ্যোগে শুক্রবার বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জিডিএস কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় ওএসডি’র নির্বাহী পরিচালক প্রেমানন্দ ঘরামীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির। বিশেষ অতিথি ছিলেন জিডিএস’র নির্বাহী পরিচালক ও আলোকিত সময়ের বার্তা সম্পাদক মণীষ চন্দ্র বিশ্বাস, আলোকিত সময়ের ব্যবস্থাপনা সম্পাদক বিশ্বজিত সরকার বিপ্লব। বক্তব্য রাখেন টিপিডিও’র নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী বাবু, জিডিএস’র ম্যানেজার অনাদী বৈরাগী অনুপ প্রমুখ।