বরিশালে ভারী বর্ষণে পানবরজের ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রবীর বিশ্বাস ননী, আগৈলঝাড়া ॥ ঘূর্ণিঝড় মহাসেন পরবর্তী টানা ভারী বর্ষণ ও ঝড়ো হাওয়ায় বরিশালের মুলাদী, হিজলা, গৌরনদী, আগৈলঝাড়া, উজিরপুর ও বাবুগঞ্জ উপজেলার পান বরজের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একদিকে ইরি-বোরো ধান জমিতেই বিনষ্ট, অন্যদিকে রবিশষ্যের ক্ষয়ক্ষতির পাশাপাশি পান বরজেরও ব্যাপক ক্ষতি হওয়া কৃষকেরা যেন কোনভাবেই কোমড় দাঁড় করিয়ে ঘুরে দাঁড়াতে পারছেন না। অনেক কৃষকেরাই ফসলি জমির পাকা ধান, মাছ, শাকসবজি ও পানবরজ বিনষ্ট হওয়ায় এখন দিশেহারা হয়ে পরেছেন।
বিভিন্ন উপজেলায় খোঁজ নিয়ে জানা গেছে, টানা এক সপ্তাহের প্রবল ভারী বর্ষণে পানবরজের মধ্যে হাঁটু সমান পানি জমে থাকাসহ ঝড়ো বাতাসে পান বরজগুলো দুমড়ে মুচড়ে মাটির সাথে মিশে গেছে। এরইমধ্যে বরজের পানপাতা মরে গেছে। এছাড়াও শাকসবজির বাগান বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ায় বর্তমানে এতদাঞ্চলের হাট-বাজারগুলোতে তরিতরকারী আকাল দেখা দিয়েছে। যাওবা পাওয়া যাচ্ছে তা অগ্নিমূল্যে বিক্রি করা হচ্ছে। পুকুর ও মৎস্য ঘের তলিয়ে যাওয়ায় মাছের দাম বৃদ্ধি পেয়েছে আগের চেয়ে কেজি প্রতি ৫০ থেকে ৬০ টাকা। ধানের খড় শুকাতে না পারায় গো-খাদ্যের সংকট দেখা দিয়েছে এখনই, যা ভবিষ্যতে তীব্র আকার ধারণ করার আশংকা রয়েছে। ফলে এখনই অনেক কৃষকেরা সস্তা মূল্যে গোয়ালের গরু বিক্রি করে দিচ্ছেন বলেও খবর পাওয়া গেছে।