গৌরনদীতে সংঘর্ষে স্কুল ছাত্রীসহ ১০ জন আহত

নিজস্ব সংবাদদাতা, গৌরনদী॥ বরিশালের গৌরনদী উপজেলার বিভিন্ন এলাকায় গতকাল বৃহস্পতিবার পৃথক হামলা ও সংঘর্ষে স্কুল ছাত্রীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শী ও আহত সূত্রে জানা গেছে, পূর্ব শত্র“তার জেরধরে গতকাল বৃহস্পতিবার সকাল নয়টার দিকে উপজেলার কাসেমাবাদ গ্রামে প্রতিপক্ষ কালাম সিকদার ও তার লোকজনের হামলায় আহত হয়েছে একই গ্রামের রাজ্জাক সরদারের স্কুল পড়য়া কন্যা লামিয়া আক্তার, তার বোন নাসরিন বেগম ও মা ফিরোজা বেগম। গুরুতর আহত স্কুল ছাত্রী লামিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। অপরদিকে একইদিন দুপুরে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় আহত হয়েছে বংকুরা গ্রামের বাবুল সরদার, উত্তর বিজয়পুর গ্রামের সুমা বেগম, বানিয়াশুরি গ্রামের শহিদুল ইসলাম, ফজলুল করিম। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে একইদিন সকালে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছে নলচিড়া গ্রামের রেজাউল করিম, টিকাসার গ্রামের ইদ্রিস আলী ও কসবা গ্রামের জোসনা বেগম।